ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহত ২৫
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৮:১৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের সুতাং এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কার ও বাস সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত কোন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়। ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।