বিশ্বনাথে আ’লীগ নেতা মতছিন চেয়ারম্যান আটক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৯:১৩:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোার্টার : বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া।
তিনি জানান, মতছিন চেয়ারম্যানের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি মামলায় ৩ মাসের সাজা ও সাত লাখ টাকা অর্থদন্ড রয়েছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৪ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসদর এলাকা থেকে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে গ্রেফতার করে র্যাব-৯। পরে তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান।