সিলেটে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৯:৩৪:৫৩ অপরাহ্ন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেছেন, নীতির পরিবর্তন ছাড়া কাঙ্খিত বৈষম্যমুক্ত দেশ গড়া সম্ভব হবে না। তাই বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে সর্বাগ্রে নীতির পরিবর্তন করতে হবে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, অতীতে মানুষের মনগড়া তন্ত্রে ৫৪ বছর দেশ পরিচালনা হওয়ার পরেও জনগণের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা হয়নি। চরমোনাইর আহবানে আগামী দিনে বৈষম্যমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
ইসলামি ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলবাবুল হক্ব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। মোঃ আলবাবুল হক্ব চৌধুরীকে সভাপতি, মুহাম্মাদ মুর্শেদ চৌধুরীকে সহ-সভাপতি এবং আবু নাসের জাহেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি