সিলেটে সৎসঙ্গ বিহারে দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৮:১৬:১৮ অপরাহ্ন
সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে ‘সৎসঙ্গ দাতব্য চিকিৎসাকেন্দ্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা ১ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে এই দাতব্য চিকিৎসাকেন্দ্রের শুভ উদ্বোধন করেন সহ-প্রতিঋত্বিক শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ। এরপর সকাল ১০টা ৩১ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করেন। এই ফ্রি চিকিৎসা কার্যক্রম প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী রোগীদেরকে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি