সুনামগঞ্জ শহরের কাছাকাছি সুবিপ্রবি ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৫:৪৫:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে সচেতন নাগরিক সমাজ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জেলার মানুষের মতামত উপেক্ষা করে দেখার হাওরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ করেন। সেই লক্ষ্যে প্রশাসনও ভূমির অধিগ্রহণের কাজ শুরু করে। হাওরের বোরো জমি নষ্ট করে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে পরিবেশ প্রতিবেশ মারাত্মক হুমকীর মুখে পড়বে। তাই পরিবেশ বাঁচাতে দেখার হাওরের স্থান পরিবর্তন করে জেলা শহরের কাছাকাছি ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা সিপিবি সভাপতি অ্যাড. এনাম আহমদ, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ইমনদোজ্জা প্রমুখ।