সুনামগঞ্জে ৩১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৫:৪৮:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় মদ ৩৫৭ বোতল, চিনি ৪২২৭ কেজি, গরু ৫ টি, কয়লা ১০০০ কেজি, কমলা ৩০০ কেজি, ফুসকা ৩৫০ কেজিসহ ১ টি পিকআপ আটক করা হয়েছে। এসব আটককৃত অবৈধ মালামালের মোট মূল্য আনুমানিক ৩১ লক্ষ ৫ হাজার ২শ ৮০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, নিয়মিত সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। চোরাকারবারীদের আটককৃত মালামাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কিছু মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।