শ্রমিক কল্যাণ হাসপাতাল থানা পূর্বের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৫:৪৯:৫০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। রাজনৈতিক পালাবাদলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও শ্রমজীবী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। কুরআনের আইন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন হাসপাতাল থানা পূর্ব শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা সভাপতি মুহাম্মদ আল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মুহাম্মাদ রাসেল, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি আব্দুস সাত্তার, হাসপাতাল থানা পূর্বের সহ সভাপতি কমর উদ্দিন চোধুরী, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া হোসাইন ও শিক্ষা সম্পাদক কবি নজরুল ইসলাম।
সম্মেলনে থানা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখা সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। কমিটিতে মুহাম্মদ আল মোমিন সভাপতি, কমর উদ্দিন চৌধুরী সহ-সভাপতি, সদরুজ্জামান সাধারণ সম্পাদক, মুয়াজ আল জাকারিয়া সহ সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক সম্পাদক, আম্বিয়া হোসাইন সহ-সাংগঠনিক সম্পাদক, মুন্সী আব্দুর রউফ কোষাধ্যক্ষ, মারজান আহমদ সহ কোষাধ্যক্ষ, হেলাল আহমদ দপ্তর সম্পাদক, আমির হোসেন সহ-দপ্তর সম্পাদক, সোহেল আহমদ প্রচার সম্পাদক, নাসিম আহমদ সহ প্রচার সম্পাদক, কাওছার আহমেদ (১) ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক, কাওছার আহমদ (২) সহ ট্রেড বিষয়ক সম্পাদক, কবি নজরুল ইসলাম শিক্ষা সম্পাদক, মোহিন আহমদ সাহায্য ও পুনর্বাসন সম্পাদক, ইসমাঈল হোসেন সহ সাহায্য ও পুনর্বাসন সম্পাদক, ইসমাঈল হোসেন সীমান্তিক পাঠাগার সম্পাদক, শাহিদ আহমদ ক্রীড়া সম্পাদক, মাহিন আহমদ সহ ক্রীড়া সম্পাদক, সাহাব উদ্দীন সহ পাঠাগার সম্পাদক, আতিক আহমদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কবির আহমদ সহশিক্ষা বিষয়ক সম্পাদক, সেলিম আহমদ চিকিৎসা বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মনোয়ার হোসাইন সাংস্কৃতিক সম্পাদক, আরাফাত হোসাইন সহ সাংস্কৃতিক সম্পাদক, আব্দুল কাইউম আইন বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন সহ আইন বিষয়ক সম্পাদক, এমদাদ হোসেন, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, মাহবুব আহমদ, মাসুম আহমদ, কবির আহমদ ও সালাউদ্দিন সদস্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি