সৌদিকে বিনিয়োগে নিরুৎসাহিত করেছিল আওয়ামীলীগ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৬:২৯:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্রমালিকানাধীন তেল কোম্পানি আরামকো, যা বৈশ্বিকভাবে তেলের সবচেয়ে বড় এবং মূল্যবান কোম্পানি হিসেবে পরিচিত। তবে বাংলাদেশে এই কোম্পানির বিনিয়োগ প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ তুলেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। রোববার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক সেমিনারে সৌদি রাষ্ট্রদূত এ অভিযোগ করেন। তিনি জানান, “বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে কয়েকবার বিনিয়োগের চেষ্টা করেছে। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে। আগের সরকার এই উদ্যোগকে স্বাগত জানায়নি।”
সৌদি আরব গত বছর দৈনিক গড়ে ৯০ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে, যা বিশ্বের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করতে সক্ষম। তাদের উৎপাদন সক্ষমতা ১ কোটি ২০ লাখ ব্যারেল, এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেছেন, সৌদি আরব দিনে ২ কোটি ব্যারেল তেল উৎপাদন করতে পারে।
আরামকোর মতো একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাংলাদেশে আসলে জ্বালানি খাতে সংকট কাটানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হতো বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, “আগের সরকার শুধু আরামকোকেই নয়, দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল।” পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিনিয়োগ পরিবেশের ঘাটতির কথা স্বীকার করেন এবং বর্তমান পরিস্থিতি পরিবর্তনের উপর জোর দেন।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ককে ‘অনন্য’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে কখনও হস্তক্ষেপ করেনি।” পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উন্নত বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা সেমিনারে বিশেষভাবে উল্লেখ করা হয়।