সুনামগঞ্জে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৬:৪০:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজনের বার্ষিক সাধারণ সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পৌর প্রশাসক সমর কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. সৈকত দাস, সুপ্রভা রাণী ও আবু সাঈদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদাতা এড. এনাম আহমেদ, মোজাহিদুল ইসলাম মজনু, জিএম তাশহিজ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সভাপতি হিরন, ব্লাডলিংক সুনামগঞ্জের শাহ মোহাম্মদ ফয়সল, বিদ্যার্থী সংসদ সুনামগঞ্জের সভাপতি বিশ্বজিৎ রায় তমাল।
এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ রক্তদাতা হিসেবে মুজাহিদুল ইসলাম মজনু, জি.এম তাহশিজ, এড. এনাম আহমেদ, আবু বকর সিদ্দিক ও তৈয়বুর রহমান সহ ৬ জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।