নূপুর বেতার শ্রোতা ক্লাবের লোক উৎসব
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৬:৫০:২৮ অপরাহ্ন
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম বলেছেন, সিলেটের লোকগীতি আমাদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। হাসন রাজা, রাধারমণ, শীতালং শাহ, দূর্বীন শাহ, আরকুম শাহ, একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর গান দেশ বিদেশে সমাদৃত। এই ধারাকে অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সেভাবে গড়ে উঠতে হবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নূপুর বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উৎসব পরিচালনা পরিষদের আহবায়ক সাংবাদিক আ ম ন জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব কণ্ঠশিল্পী মাসুম সরকারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নূপুর বেতার শ্রোতা ক্লাবের প্রধান উপদেষ্টা এম এ হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব সভাপতি কণ্ঠশিল্পী তুহিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন, নাসির উদ্দিন, কাউছার আহমদ, এম রহমান ফারুক, ক্লাব উপদেষ্টা এডভোকেট মামুন রশিদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবাল, বেতার শ্রোতা ক্লাবের সহ সভাপতি একে এম কামারুজ্জামান মাসুম ও অপু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জনি সরকার ও কণ্ঠশিল্পী এমদাদুল হক উজ্জ্বল, ক্লাবের প্রচার সম্পাদক হোসেইন আছমান, সহ সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, কণ্ঠশিল্পী ফকির মাহবুব ও কণ্ঠশিল্পী ফকির মাহমুদা প্রমুখ। বিজ্ঞপ্তি