বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৭:২৪:৩৬ অপরাহ্ন
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার বিকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩১ দফা গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রচারপত্র তূণমূলে পৌঁছে দিতে মহানগর বিএনপির আওতাধিন ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে হস্তান্তরকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বৈরাচারী শাসনব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসসহ শিল্পপ্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশকে নিয়ে যেতে চায়। তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, নিগার সুলতানা ডেইজি, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মঞ্জুরুল হাসান মঞ্জু, ফাতেমা জামান রোজি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, খসরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্থানীয় সরকার সম্পাদক শেখ কবির আহমদ, অর্থনীতি সম্পাদক মো. আব্দুল মুনিম, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, যোগাযোগ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহিলা সম্পাদক রীনা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মিজান আহমদ, কৃষি সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ধর্ম সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ লাকি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, সাব্বির আহমদ, সহ অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ স্থানীয় সরকার সম্পাদক মিনহাজ পাঠান, সহ অর্থনীতি সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ ত্রান সম্পাদক কামাল আহমদ, সহ জলবায়ু সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ কৃষি সম্পাদক রাজিব কুমার দে, সহ ধর্ম সম্পাদক শাহীন আহমদ, সহ মৎস্যজীবী সম্পাদক শাহীন আহমদ, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান, মোঃ জমির উদ্দিন, বজলুর রহমান ফয়েজ, সেলিম আহমদ শেলু, রানা মিয়া, আমিনুল ইসলাম আমিন, সিরাজ খান, আলী আহমদ, ফখর উদ্দিন আহমদ পংকি, সুহেল আহমদ, চান মিয়া বাচ্চু, শাহজাহান আহমদ, ছালেক আহমদ, সাইফুল ইসলাম, মতিউর রহমান শিমুল, শফিকুর রহমান সুমন, রুম্মান আহমদ, নজির হোসেন, আজাদ মিয়া, মুহিবুর রহমান মুহিব, মিনহাজুর রহমান রাসেল, মোঃ আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি