লালাবাজারে পারিবারিক সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৭:২৫:২৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমার লালাবাজারে কবরস্থান ও পারিবারিক সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে একটি মহল। রাস্তা নিয়ে সৃষ্ট জটিলতার অবসানে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী গোলাপগঞ্জ ক্যাম্পের অধিনায়ক বরাবরে একটি দরখাস্ত দাখিল করেছেন ভুক্তভোগী আরিফুল হক চৌধুরী।
স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খাজাখালু গ্রামের মবশ্বির আহমদ ও শহীদুল ইসলাম জিতু মিয়া গংরা খুজকালু- শাহ সিকন্দর মৌজাধীন জনসাধারণের চলাচলের সরকারী রেকর্ডকৃত রাস্তার ২৫ শতকেরও অধিক দেয়াল তুলে অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচল বন্ধ করে রেখেছেন। এমতাবস্থায় সরকার স্বীকৃত কবরস্থান ও শাহ সিকন্দর গ্রামের আরিফুল হক চৌধুরীর বাড়ির দেয়ালের বাইরে থাকা অবশিষ্ট ভূমি এবং যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আহমদ চৌধুরীর কৃষি জমির উপর দিয়ে খাজাকালু গ্রামের ব্যক্তি বিশেষ তাদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পাকা রাস্তা নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি