দুবাগ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৮:৩৬:২৭ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে বিয়ানীবাজারের দুবাগে যাত্রা শুরু করেছে দুবাগ জামেয়া ইসলামীয়া মাদ্রাসা। রোববার সকালে দুবাগের জিরো পয়েন্ট সংলগ্ন চরিয়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এসময় তিনি মাদ্রাসার উদ্যোক্তাদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানের কারণে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবেন। আমি আশা রাখি এটা শুধু মাদ্রাসা নয়, একটা ছোট সূর্যের মতো কাজ করবে। এখান থেকে আলো বের হবে যেটা সারা দেশে ছড়িয়ে পড়বে।
মাদ্রাসার প্রবাসী উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিব্বির আহমদ সুলেমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাগ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির মহাসচিব মো. আমিন উদ্দিন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, দুবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিউল করিম, রাজনীতীবিদ ও শিক্ষানুরাগী আমির হোসেন, চারখাই জালালাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল আলিম উদ্দিন, আল-মদীনা আইডিয়াল মাদ্রসার প্রিন্সিপাল আব্দুল আউয়াল, বারহাল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাগ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহমদ সুমন, সাংবাদিক আব্দুল হামিদ, দুবাগ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারি জিবরিয়া চৌধুরী, শফি আহমদ মুন্না, দারুল ইসলাম চৌধুরী, এডভোকেট আহমেদ উজ্জামান, নিয়াজ আহমদ, খালিক আহমদ, মাহতাব উদ্দিন ও আব্দুস সামাদ মাস্টার প্রমুখ। উল্লেখ্য, দুবাগ জামেয়া ইসলামীয়া মাদ্রাসা ২০২৩ সালে স্থাপিত হয়। মাদ্রাসায় নার্সারি, ইবতেদায়ী ১ম ও ২য় ক্লাস শুরু হবে। পর্যায়ক্রমে ক্লাস আরো বাড়ানো হবে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।