বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৮:৩৯:১২ অপরাহ্ন
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছার পর এই সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন। এ সময় বিমানবন্দরে হুমায়ূন কবিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আজাদ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহিন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ আহমদ চমন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির শামছু, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ-সভাপতি মামুন আহমেদ মিন্টু, মহানগর যুবদলের সহ-সভাপতি আমিন আহমেদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজির আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাহ আহমেদ জেহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি