জুড়ীতে বিজিবির কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৭:৩০:২৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিজিবি ডাকটিলা বিওপির আওতাধীন দরিদ্র এলাকার দুই শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে সোমবার দুপুরে কম্বল বিতরণ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।
ডাকটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশীদের সভাপতিত্বে ও ব্যাটালিয়নের হাবিলদার রেজাউল করিমের সঞ্চালনায় রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম। বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, বিজিবি’র ফুলতলা কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল ও সাংবাদিক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।