সুনামগঞ্জে আলীগ সহ সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৭:৫৪:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার মামলায় শাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অবনি মোহন দাসকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শাল্লা উপজেলার ঘুইঙ্গারগাঁও বাজারের নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় অবনি মোহন দাসকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হবে।
৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা জহুর আহমদ। তাঁর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মন্নান, সুনামগঞ্জের দুজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০-২০০ জন। এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।