দোয়ারায় বোগলা ইউপি শাখা উলামা দলের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৭:৫৮:২৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়ন ওলামাদলের আয়োজনে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। বোগলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রমজান আলীর পরিচালনায় ও সভাপতি মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উলামা দলের আহবায়ক মাওলানা ইলিয়াছ আলী, যুগ্ম আহবায়ক মাওলানা শহিদ উল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন মিরান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন মিলন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উলামা দলের সদস্য মাওলানা আবু তাহের মিসবাহ, বোগলা ইউনিয়ন শাখার সদস্য ফজলুল হক ও আব্দুর রশিদ মোল্লা প্রমূখ।