রোটারি ক্লাব পাইওনিয়ার এর বার্ষিক সভা
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৮:০১:২৩ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর বার্ষিক সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল ইসলাম রুপন এর সভাপতিত্বে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় গত ছয় মাসের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় ২০২৬-২৭ রোটারি বছরের প্রেসিডেন্ট নমিনি হিসেবে রোটারিয়ান আজাদ উদ্দিনকে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, পাস্ট প্রেসিডেন্টগণ রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ, আইপিপি রোটারিয়ান মাকছুদুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মুশারফ হোসেন চৌধুরী মিশু, রোটারিয়ান আব্দুল হাফিজ চৌধুরী, বুলেটিন এডিটর রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী, আন্তর্জাতিক সেবা পরিচালক রোটারিয়ান তোফায়েল আহমদ এবং ক্লাব সদস্যগণ রোটারিয়ান কুতুব উদ্দিন, রোটারিয়ান এম রহমান ফারুক, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাইম, এবং মোঃ জাকির আহমদ। বিজ্ঞপ্তি