সীমান্তিক জনকল্যাণ সংস্থার কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৮:২০:৩৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সীমান্তিক জনকল্যাণ সংস্থা এ অঞ্চলের ভরসা ও আশা-আকাঙ্খার প্রতীক বলে মন্তব্য করেছেন ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।সোমবার বিকালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজারে সংগঠনটির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান সুফি আলম সোহেল এসব কথা বলেন।সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো: ইলিয়াস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সংগঠনটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রকল্যাণ সহসম্পাদক আব্দুল হক ও মাহবুব হোসেন অলিদ।