রাজনগরে ২ কোটি টাকার সরকারি খাস ভূমি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৬:৩৮:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ২ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করা উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার ৮নং জে.এল স্থিত হাওর কাওয়াদীঘি পশ্চিম মৌজা থেকে পতিত ও বোরো শ্রেণীর ১৬.২২ একর ভূমি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে লাল পতাকা দ্বারা সীমানা চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসনের এসব ভূমি দীর্ঘদিন যাবৎ উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর পাম্প হাউজ সংলগ্ন ইসলামপুর ও অন্তেহরি’র পাশের এলাকায় ভোগ করে আসছেন স্থানীয়রা। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন’র নির্দেশনাক্রমে খাস জমি উদ্ধার প্রক্রিয়ায় ওই জায়গা চিহ্নিত করা হয়।
এসময় ভূমি অফিসের সংশ্লিষ্টদের সহযোগিতায় জমির সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড ও লাল পতাকা বসানা হয়। ভূমির উপরে বসানো সাইনবোর্ডে ‘এই জমির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, মৌলভীবাজার’ লেখা হয়। এদিকে স্থানীয়রা বলেছেন, ১ কিয়ার জমির মূল্য সর্বনিম্ন ৪ লক্ষ টাকা ধরা হলে ১৬.২২ একর বা ৫০ কিয়ার জমির মূল্য দাঁড়ায় ২ কোটি টাকা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা কে এম মহসীন, রাজনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ সিতু বখত প্রমুখ। এদিকে সম্প্রতি রাজনগর উপজেলার দত্তগ্রাম মৌজার উত্তর টেংরা এলাকায় সরকারি একটি পুকুর চা বাগান শ্রমিকদের কবল থেকে উদ্ধার করেছে প্রশাসন। ৬০ শতক ‘এরিয়ার’ এ পুকুরটি দীর্ঘদিন যাবৎ ওই চা শ্রমিকদের দখলে ছিল। পুকুরটি উদ্ধার করে ক্যালেন্ডারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন রাজনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল।
এদিকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) (অতিরিক্ত দ্বায়িত্ব) আফরোজা হাবিব শাপলা বলেন, কাউয়াদীঘি হাওরে সরকারি খাস জমি রয়েছে, সংশ্লিষ্ট তসহীলদার’র মাধ্যমে এমনটি জানতে পেরে সরেজমিনে গিয়ে সীমানা নির্ধারণ করি। পরে লাল পতাকা ও সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি খাস জমি উদ্ধার প্রক্রিয়া চলমান থাকবে।