শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসীর উদ্যোগে শীতবস্ত্র বিতরন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৬:৪৪:১৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দারিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে লন্ডন প্রবাসী মো: হাবিবুর রহমানের সৌজন্যে স্কুলের ১৫৬ জন শিশু শিক্ষার্থীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ফয়সল হোসেন, উদয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রহমত আলী, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব ও সাংবাদিক মিজানুর রহমান আলম প্রমুখ।