শাবিপ্রবিতে কুরআন অলিম্পিয়াড: রেজিস্ট্রেশন চলছে
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৬:৪৫:২৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ইনকিলাব ফোরাম’-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘কুরআন অলিম্পিয়াড-২০২৫’। আগামী ১১ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা অনলাইনে অথবা অর্জুনতলায় স্থাপিত রেজিস্ট্রেশন বুথে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি রেজিস্ট্রেশন চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
অলিম্পিয়াডে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রতিযোগিতার সিলেবাস নির্ধারণ করা হয়েছে কুরআনের ৩০তম পারার সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত নির্দিষ্ট সূরাগুলো নিয়ে।
প্রতিযোগিতায় ১ম পুরুষ্কার হিসাবে থাকছে নগদ ১০ হাজার, ২য় ৭ হাজার, ৩য় ৫ হাজার, ৪র্থ ২ হাজার ও ৫ম পুরস্কার ১ হাজার টাকাসহ ৬ষ্ট থেকে ১০ম প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে বই ও ক্রেস্ট পাবেন। এই আয়োজন শিক্ষার্থীদের কুরআনের জ্ঞানচর্চায় আগ্রহী এবং প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা।