ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট গঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৬:৫২:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ‘ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট’ গঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাত ৭ টায় শহরের লতিফা কনফারেন্স হলে ক্লিন, বিডব্লিউজিইডি ও হাউসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা – সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, শিক্ষক মোদাচ্ছির আলম, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, প্রভাষক সাহিনা চৌধুরী রুবী, সাংবাদিক জসিম উদ্দিন, উন্নয়নকর্মী কুদরত পাশা, প্রভাষক ফজলুল করীম সাঈদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।
সভায় উপস্থিত সদস্যরা সিলেট অঞ্চলের জন্য নবায়নযোগ্য শক্তির সমাধান হিসেবে ফ্লোটোভোলটাইক্স-এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং এর প্রচারের ওপর জোর দেন। তারা জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরোধিতা করার সিদ্ধান্ত নেন এবং সরকারকে সিলেটে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে বাড়ানোর উদ্যোগ গ্রহনের আহবান জানান। সভা শেষে অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলামকে সভাপতি এবং উন্নয়নকর্মী একে কুদরত পাশাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ‘ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট’ গঠন করা হয়। উক্ত ফোরামে শিক্ষক, উন্নয়নকর্মী, সাংবাদিক, পরিবেশবাদী কর্মী, পানি সম্পদ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।