সুনামগঞ্জে পৌর মেয়রসহ ৫ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৭:২০:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক পৌর মেয়র নাদের বখতসহ ৫ আওয়ালীগের নেতাকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র আজ মঙ্গলবার এ আদেশ দেন।
পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, আওয়ামী লীগ নেতা সাহারুল, মুসিবুর রহমানকে দুপুরের দিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা গত ৪ আগষ্টের হামলার ব্যাপারে আসামীদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এদিকে রিমান্ডের বিরোধিতা করেন আসামীপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিচারক নির্জন ৫ জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গেল ২৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত (২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।