সুনামগঞ্জ পৌর জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৮:৫৭:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জে জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় ইসলামিক সেন্টার মিলনায়তনে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, জেলাবারের সিনিয়র আইনজীবী মুহাম্মদ শামসউদদীন এডভোকেট।
পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, ষোলঘর ইউনিটের সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ পীর, যুব ইউনিটের সেক্রেটারি মোশাহিদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি