শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৯:১৭:২৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন অদ্য ৬ জানুয়ারি স্থানীয় ভবানীগঞ্জ বাজার অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং সাতবাঁক ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: খায়রুজ্জামান ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য, সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ, সহ-সভাপতি আবু ত্যায়িব শামিম, সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা সালমান আহমদ, উপদেষ্টা মাওলানা মামুন রশিদ মামুন, আবু জাফর শিপলু, যুবনেতা জসিম উদ্দিন প্রমুখ। বদরুল ইসলামকে সভাপতি ও হারুন রশীদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। রহিম উদ্দিনকে সভাপতি ও ইকবাল হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নির্মাণ শ্রমিক কানাইঘাট উপজেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি