তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হুফফাজ ও ক্বিরাত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৯:৫৫:১৮ অপরাহ্ন
তাহফিজুল কুরআন শিক্ষবোর্ড সিলেট আয়োজিত ৭ দিনব্যাপী হুফফাজ ও ক্বিরাত প্রশিক্ষণ কোর্স-২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সের ৩য় তলায় সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়।
বোর্ডের চেয়ারম্যান শায়খ আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি দুতাবাস ঢাকা’র সাবেক দ্বায়ী শায়খুল হাদিস ইসহাক আল-মাদানী। প্রধান আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক জালালাবাদ সম্পাদক ও কুদরতউল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারী মুকতাবিস-উন-নূর, তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের সচিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমেদ ও লন্ডন প্রবাসী বিশিষ্ট ইসলামিক স্কলার এফ কে এম শাহজাহান।
অনুষ্ঠানে প্রশিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আর্ন্তাজাতিক ক্বারী ও ইসলামিক স্কলার শায়েখ আহমদ হাসান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক ও আল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মনজুর বিন মুস্তফা। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সিনিয়র সহকারী সচিব শায়েখ ডক্টর এএইচএম সুলাইমান ও সহকারী সচিব হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের নসিহত ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রশিক্ষণে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৭০ এর অধিক শিক্ষক অংশগ্রহণ করেন এবং কোর্স সফলভাবে সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে সবাইকে সনদ প্রদান করা হয়।
৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক ক্বারী আহমাদ হাসান, শায়খ ক্বারী মনজুর বিন মোস্তফা, শায়খ ক্বারী সিদ্দিকুর রহমান, শায়খ ক্বারী লোকমান আল মাহমুদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফিজ সৈয়দ আব্দুল আহাদ ও মাওলানা রশিদ আহমদ। বিজ্ঞপ্তি