শাবিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৭:০৪:২৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার ও সন্ত্রাসী ফাকাব্বিরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১ টায় বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে চেতনা একাত্তরের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, হাফিজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবরার বিন সেলিম প্রমুখ।
এসময় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসন সন্ত্রাস ও মাদকের আস্তানা হয়ে উঠতে না পারে সে বিষয়ে ভূমিকা রাখবে। কিন্তু বিপ্লবের ছয় মাস পরেও এ বিষয়ে প্রশাসন উদাসীন। তিনি আরও বলেন, আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোন ধরনের অপরাজনীতি মেনে নিব না এবং কেউ যদি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠার চিন্তা করে তাহলে আমরা আমাদের জীবন দিয়ে হলেও তা রুখে দিব। এছাড়া তিনি জুলাই বিপ্লবে হামলাকারী ও সন্ত্রাসী ফাকাব্বিরের দ্রুত বিচার দাবি করেন।
প্রসংগত ছাত্রদলকর্মী শেখ ফাকাব্বির গত রোববার ছাত্রশিবিরকে ফাঁসাতে হলের শাহপরান হলের ৪৩৬ নং কক্ষে ঢুকে চাকু দিয়ে ওই কক্ষের আবাসিক শিক্ষার্থীদের মারতে স্টেপ নেন।