সুনামগঞ্জে সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৭:০৭:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বুধবার সকাল ১১ টায় সার্কিট হাউসের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দে, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাংবাদিক পঙ্কজ দে, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সনজিত কুমার চন্দ। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।