জগন্নাথপুরে বোরো রোপণে ব্যস্ত কৃষক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৮:০১:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
বোরোধান চাষাবাদের প্রসিদ্ধ অঞ্চল খ্যাত সুনামগঞ্জ জেলার বিস্তৃত হাওর এলাকার মধ্যে অন্যতম জগন্নাথপুর উপজেলা। বৈশাখের ফসল হিসেবে পরিচিত বোরোধান চলতি মৌসুমে জগন্নাথপুর উপজেলায় রোপণ শুরু হয়েছে। কৃষকেরা তীব্র শীত উপেক্ষা করে চারা উত্তোলন ও রোপণ করতে দেখা গেছে। উপজেলার সবচেয়ে বড় হাওর নলুয়া, মই হাওরসহ উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌর এলাকায় পুরোদমে বোরোধান রোপণ শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে রোপণ।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪শত ২৩ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হবে। এরমধ্যে হাওর এলাকায় ১৪ হাজার ৪১০ হেক্টর ও হাওর ছাড়া ৬শত ১৩ হেক্টর খেতে বোরোধান রোপণ করা হবে। হাওরে ৯০% ও হাওর ছাড়া ৬৬% ক্ষেত রোপণ করা হয়েছে। এবছর ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ১২৮ হাজার ৪৬৯ মেট্রিটন ও চাল ৮৫ হাজার ৬৪৬ মেট্রিটন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জালালপুরের কৃষক জাহির আলী বলেন, আমরা কৃষক বারমাসই চাষের সাথে থাকি, ঠান্ডা বেশি হলেও ক্ষেত রোপণ করতে হবে। আলমপুরের কৃষক মঞ্জু মিয়া বলেন, ১০ বিঘা ক্ষেতে বোরোধান লাগাতে হবে, সকালে ঠান্ডা বেশি থাকে, রোপণ শ্রমিকরা সকালেই আসেন, তিনদিনের মধ্যেই রোপণ শেষ হবে। জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ বলেন, কৃষকরা আনন্দের সাথে ধান রোপণ করছেন। হাওরে ৯০ ভাগ ও নন হাওরে ৬৬ ভাগ চারা রোপণ করা হয়েছে। এভাবে রোপণ করা হলে ১৫ জানুয়ারির মধ্যেই রোপণ শেষ হবে। গতবার বোরোধানের বাম্পার ফলন হয়েছে, এবার কৃষকেরা আগ্রহ নিয়ে চাষ করছেন। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।