দোয়ারায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৮:০৩:৫৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারীর সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক সংগ্রামের দোয়ারাবাজার প্রতিনিধি মো: কামাল উদ্দিনকে আহ্বায়ক করে সদস্য হিসেবে দৈনিক যুগান্তরের তাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দৈনিক সংবাদের এম এ মোতালিব ভূইয়া, দৈনিক জালালাবাদের বজলুর রহমান, দৈনিক ভোরের ডাক’র আলাউদ্দিন, এশিয়ান টিভির এনামুল কবির মুন্না, দৈনিক শ্যামল সিলেটের হারুন রশীদ, দৈনিক যায়যায় দিনের আশিস রহমান, দৈনিক নয়া দিগন্তের সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাকের মামুন মুন্সি, দৈনিক দিগন্তের সাগর তালুকদার, দৈনিক হাওর বার্তা’র আবু তাহের মিছবাহকে নির্বাচিত করা হয়।