মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশীসহ ১৫৩ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৬:০৫:২৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য থেকে বাংলাদেশীসহ ১৫৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাজ্যের শাহ আলম এলাকার সেকশন ১২ এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়া সময় রাত ১ টায় শুরু হওয়া অভিযানে মোট ৪০০ অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর এদের মধ্য থেকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১৩৫ জন পুরুষ এবং ১৯ জন মহিলা আটক করা হয়। আটকদের মধ্যে ৬৪ জন বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মায়ানমার ২৭ জন, নেপালি ৫ জন এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার সেলাঙ্গর ইমিগ্রেশন ডিরেক্টর খাইরুল আমিমুস কামারুদিন এক বিবৃতিতে জানান, অভিযানের সময় দেখা গেছে নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশী কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যা অপরিচ্ছন্ন নোংরা এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল।