গোলাপগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৬:২৩:১০ অপরাহ্ন
গোলাপগঞ্জে প্রতিনিধি: গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি টিম বিভিন্ন বাজার ও লোকালয়ে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জুনায়েদ কবির, উপজেলা প্রকোশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, ইউএনও’র সহকারী নওশাদ হোসেন প্রমুখ। উপজেলার হেতিমগঞ্জ বাজার, গোলাপগঞ্জ পৌরসভাসহ কয়েকটি স্পটে শীতবস্ত্র বিতরণকালে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জানানো হয় আরো এক সপ্তাহ শীতের তীব্রতা থাকতে পারে। এতে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দেয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য উপজেলা প্রশাসন সকলের প্রতি আহবান জানিয়েছে।