সিকৃবিতে বায়োটেক নাইট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৬:৩৬:০৯ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে জমকালো ‘বায়োটেক নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র সমিতির আয়োজনে ‘বায়োটেক নাইট অনুষ্ঠিত হয়।
বায়োটেক নাইটে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান এবং নাটক পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি বারবিকিউ পার্টির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারবর্গ একত্রে আনন্দঘন সময় কাটান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি