সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৭:২৬:০৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ লক্ষ্যে সীমান্তে জনসচেতনতা তৈরী করা হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক পাথর উত্তোলন, সীমান্তে শূন্য লাইনে গবাদী পশু চড়ানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান করা হচ্ছে। তিনি মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিজিবি সদর দপ্তর, সিলেটের পরিচালনায় ও ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত সচেতনতামূলক সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ এমাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, কসকনকপুর গাজীর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবুল হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৩৫০ জন গরীব, দুস্থ ও শীতার্থদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।