সিকৃবিতে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৭:২৯:৩১ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মাঠে এ পুরষ্কার বিতরণ হয়। প্রাণী ও পুষ্টি বিভাগের প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক (শরীরচর্চা শিক্ষা বিভাগ) মোঃ ছানোয়ার হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. এমদাদুল হক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. এমদাদুল হক।
এবছর ছাত্রদের আন্তঃহল ভলিবলে আব্দুস সামাদ আজাদ হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হযরত শাহপরান (র) হল এবং ছাত্রীদের আন্তঃহল ভলিবলে সুহাসিনী দাস হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
ছাত্রদের আন্তঃ হল ব্যাডমিন্টন খেলায় শাহ্ এ এম এস কিবরিয়া হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের আন্তঃ হল ব্যাডমিন্টন খেলায় ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুহাসিনী দাস হল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সিকৃবি ভিসি বলেন, ক্রীড়া স্বাস্থ্য ও মন ভালো করে। বাস্তব জীবনে ক্রীড়ার অনকে গুরুত্ব রয়ছে। এটি শৃঙ্খলা এবং হার-জিত মেনে নেওয়া এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। বিজ্ঞপ্তি