ওসমানীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৮:০৪:৩৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক-বালিকা)-২০২৪ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বালক বালিকাদের পৃথক ১৬টি টীমের খেলা শেষে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালকদের মধ্যে থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের মধ্যে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, সেক্রেটারী আনহার আহমদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, তাজপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক শহীদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা সানাউল হক সানী, তাজপুর ইউপি জামায়াতের আমীর মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, আজাদ মিয়া, বিএনপি নেতা রেজন আহমদ প্রমূখ।