বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৮:৫৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরির জন্য জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ পরে লিফলেট বিতরণ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। লিফলেটে তাঁরা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এ সময় ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা।
সংগঠন দুটির নেতৃবৃন্দ জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। এখানে আমাদের ৪৭, ৭১ এবং ২৪ এর যে ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। কোন পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্খা সে আকাঙ্খার প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সদস্য তামিম আদনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট বিভাগীয় প্রতিনিধি আবু সালেহ মো নাসিম, দেলোয়ার হোসেন শিশির, আবু সাইদ, সাকের, মাজেদ, জাতীয় নাগরিক কমিটি, সিলেট মহানগরের পক্ষে বক্তব্য রাখেন সার্চ কমিটি সদস্য জহুরুল ইসলাম, সৈয়দা আফসানা মুন ও ডা. হোসাইন আহমেদ প্রমূখ।