ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে নতুন বই যাবে: প্রেস উইং
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৯:২৫:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে যে, আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পর। আমরা যে তথ্য পেয়েছি সেখানে দেখেছি যে আগেও বেশিরভাগ সময় বই বিতরণ শেষ করতে করতে মার্চ কিংবা জুলাই পর্যন্ত লেগে গেছে।
তিনি বলেন, ২০২২ সালে পাঠ্যপুস্তক বিতরণের সবশেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ সালে ১৭ মার্চ ও গত বছর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এসময় প্রেস সচিব আরও বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুত দূর করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার যানজট নিরসনেও বৃহস্পতিবার কেবিনেটে আলোচনা হয়েছে।