জগন্নাথপুরে ৩ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৬:০৬:৫৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মো. হোসেন আহমদ (২৫), পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের মৃত এলিম উল্লার ছেলে তখলিছ মিয়া (৫৫) ও একই গ্রামের মৃত উস্তার উল্লার ছেলে জাহিদ আহমদ উরফে গোলাপ মিয়া (৩৫) কে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন বলেন, থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।