১০ জেলায় শৈত্যপ্রবাহ মৌলভীবাজারে ৯ ডিগ্রী
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৭:২২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পৌষ মাসের শেষে সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, শৈত্যপ্রবাহ পরশু ছিল ৫ জেলায়, গতকাল আওতা বেড়ে হয়েছে ১০ জেলায়। আজ থেকে দুই-তিনদিনের মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে। আগামী ১৬ থেকে ১৭ তারিখের দিকে আবারও শৈত্যপ্রবাহের আওতা বাড়বে।
তিনি বলেন, গতকাল সারাদেশেই সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে।
শুক্রবার (১০ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, মৌলভীবাজারের তাপমাত্রা রাতে ১০ ডিগ্রিতে থাকলেও শুক্রবার সকালে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের কোনো কোনো এলাকায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।