শান্তিগঞ্জে অগ্নিকান্ডে নিঃস্ব ৪ পরিবার
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৮:৫৭:৩৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ফ্রিজ বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে ৪টি পরিবার। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা।শুক্রবার বিকাল ৪ টায় দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন, জামখলার বুলো মিয়ার ছেলে আলী আহমদ, মোজাফফর আলীর ছেলে রুকু মিয়া, গোলাম আলীর ছেলে বাবলু মিয়া ও সাবলু মিয়া।
ক্ষতিগ্রস্ত আলী আহমদ জানান, শুক্রবার বিকাল ৪ টায় তাঁর বসতঘরের ফ্রিজ বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহুর্তেই আগুন অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৪ টি বসতঘর পুরোপুরি ভষ্মিভুত হয়ে পরনের কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিলদস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু পুড়ে যায়। এতে ৪ পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অগ্নিকা-ের খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’