ওসমানী বিমানবন্দরে নিপুনকে আটকে দিল পুলিশ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৯:০৯:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য যাওয়ার সময় শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থি তারকা চিত্রনায়িকা নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে আটকানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার একপর্যায়ে তাকে চিনে ফেলেন বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেইসাথে তার যাত্রা বাতিল করা হয়।
সূত্র আরও জানায়, নিপুণ বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করেন। তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরীন আক্তার। পাসপোর্টে স্থায়ী ঠিকানা ঢাকার বনানী উল্লেখ রয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, উনাকে বিদেশে যেতে দেয়া হয়নি। ফ্লাইট বাতিল হওয়ার পর তাকে ইমিগ্রেশন থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর থেকে বাইরে চলে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে নাকি যুক্তরাজ্যে সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। গুঞ্জন উঠেছিল ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য পাড়ি জমিয়েছেন তিনি।