ওসমানী বিমানবন্দরে প্রতারণা মামলার ২ আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৯:১৩:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারণা মামলার দুই আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট থেকে লন্ডন যাওয়ার কথা ছিল তাদের। পরে তাদের শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক দুই ব্যক্তির নাম মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া। আটককৃতদের বিরুদ্ধে শাহপরান থানার প্রতারণা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সকালে ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট হতে লন্ডন যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাদেরকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের শাহপরান থানায় হস্তান্ত করা হয়।
শাহপরান থানার ওসি মোঃ মনির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তি শাহপরান থানার প্রতারণা মামলার আসামি। আটকের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।