এমসি কলেজ মাঠে কাল সকালে মহিলা মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আগামীকাল শনিবার শেষ দিন। এবছর মাহফিল মাঠে আলাদা মহিলা প্যান্ডেল না থাকায় পৃথক মহিলা মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য এই বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে। এই সময়ে মাঠে পুরুষদের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া বিকেল দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত মাহফিল চলবে।