বড়লেখায় মুক্তিযোদ্ধা অনুকুল দাসের পরলোক গমণ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫, ৭:১০:০১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হরিণবদি গ্রামের মুরব্বি, কুলাউড়া উপজেলা ভূমি অফিসের কর্মচারি অনন্ত চন্দ্র দাসের বাবা বীর মুক্তিযোদ্ধা অনুকুল চন্দ্র দাস (৮৫) শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে পরলোক গমণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, শনিবার সকাল সাড়ে ১১টায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াতের অন্তেষ্ট্রী ক্রিয়া সম্পন্ন হয়েছে।