সুনামগঞ্জ সীমান্তে ১৮ লাখ টাকার ফুসকা জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫, ৭:২৬:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সীমান্তে অভিযান চালিয়ে ৮১০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৯৩ হাজার টাকা। এর আগে শুক্রবার আরও ১০ লাখ টাকার ফুসকা জব্দ করা হয়েছে।
শনিবার দুপুর ২ টায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির সুবেদার মোস্তফা কামালের নেতৃত্বে সীমান্ত এলাকা ১২০৫/১ পিলারের নিকট আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে উত্তর মুকসেদপুর গ্রামে অভিযান চালিয়ে ৮১০০ কেজি ফুসকা জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১৮ লাখ টাকা। বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত পণ্য শুল্ক কার্যালেয়ে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।