গোয়াইনঘাটে সিআইপি জিলানীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫, ৭:২৯:০৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট সদরে গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড অর্গানাইজেশনের সভাপতি সিআইপি মোহাম্মদ গোলাম জিলানীর উদ্যোগে শনিবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন এবং বক্তব্য রাখেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলাম।
ছাত্রনেতা মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মালিক, সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, প্রবাসী আমিনাল ইসলাম চৌধুরী, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, ব্যবসায়ী আখতার ও ছাত্রনেতা সজিব প্রমুখ।