শাবিতে ইনকিলাব ফোরামের কুরআন অলিম্পিয়াড
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫, ৭:৩১:১৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ইনকিলাব ফোরামের উদ্যোগে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ছেলেদের জন্য বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এবং মেয়েদের জন্য ‘এ’ বিল্ডিংয়ের গ্যালারি রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম জানান, অলিম্পিয়াডে মোট ৩৫৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। তাদের মধ্যে ২২৩ জন ছেলে এবং ১৩১ জন মেয়ে অংশগ্রহণ করেছেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৯ ডিসেম্বর শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। তিনি আরও জানান, শিগগিরই ফলাফল প্রকাশিত হবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থী আল-আমিন বলেন, কুরআন শিক্ষার প্রতি আমাদের ভালোবাসা ও আগ্রহ বাড়াতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কুরআনের গভীর বার্তা ও শিক্ষা উপলব্ধি করার সুযোগ তৈরি করেছে।