গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫, ৭:৩২:২৮ অপরাহ্ন
গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে শুক্রবা দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ খালেদ মোহসীন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর পরিচালনায় এবং সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও চিকিৎসা প্রদান করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ বদরুল আমিন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মূয়ীদ রবিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মহসিন মামুন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ খুর্শেদা তাহমীন সীমু, আল হারামাইন হসপিটালের স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী চিকিৎসক ডাঃ শাহনাজ রহমান চৌধুরী, আল হারামাইন হসপিটালের অর্থপেডিকস সার্জন ডাঃ চৌধুরী রব জুবায়ের, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নুরুল হুদা নাঈম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহান আহমেদ পরাগ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজ্যোতি রায় চৌধুরী, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মহসিন মামুন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ মির্জা লুৎফুল বারী প্রমুখ। বিজ্ঞপ্তি